‘নাটকে সাম্যের আন্দোলন,জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ – এই শ্লোগানকে সামনে রেখে শাবিপ্রবি তথা সিলেটের স্বনামধন্য নাট্য সংগঠন দিক থিয়েটার ১৯৯৯ সালের ১৮ই আগস্ট যাত্রা শুরু করে “দিক নাট্যসংঘ” নামে, যা আজ দিক থিয়েটার নামে পারিচিত । কালের পরিক্রমায় দীর্ঘ ২৩ বছর পাড়ি দিয়ে আজকের দিক থিয়েটার এর পথচলা অব্যাহত আছে শাবিপ্রবি ক্যাম্পাস ছাপিয়ে পুরো দেশের গণ্ডি জুড়ে। ক্যাম্পাসের নাটক পাগল কিছু মানুষদের একত্রিত করে একটি সুতায় বাঁধতে পেরেছে বলেই দিকের এই জয়যাত্রা। আজ দিক থিয়েটারের ২৩ তম জন্মদিন। এই দীর্ঘ সময় দিকের পাশে থেকে, যারা দিকের পথচলাকে মসৃণ করেছেন, দিক থিয়েটার সেই সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। আপনাদের এহেন সমর্থন দিক থিয়েটারকে সামনে আরো ভালো ভালো কাজ করায় উদ্যোমী করবে নিঃসন্দেহে।

মানুষের মুক্তি ঘটুক বৈষম্য থেকে। নতুন উদ্যামে আবার মানবতার জয়গান গেয়ে উঠুক সবাই।