প্রযোজনা- ১৭

নাটক: নীল ময়ূরের যৌবন

রচনা: সেলিনা হোসেন

নাট্যরূপ: সুনন্দ বাশার
নির্দেশনা: বিজিত চক্রবর্তী পলাশ
প্রথম মঞ্চায়ন: ১৮/০৮/২০০৯
পুনঃনির্দেশনা: চিন্ময় সরকার
পুনঃনির্দেশনা: মৌসুমী দে
পুনঃনির্দেশনা: মায়া বিশ্বাস
মোট মঞ্চায়ন: ০৫

কুশীলব:
কাহ্নুপা: জাহিদ /মৃদুল/ তনু
শবরী: সুমাইয়া /ইভানা/ মনীষা/হিয়া/সানজিদা
ডোম্বী: সাবরিনা/ মৌ/ রুমি
দেশাখ: তন্ময়/ হাসান/ জয়ন্ত
ভুসুখু: পলাশ/ মুজিব /জোহান
সুলেখা: মাহমুদা/মৌ/ জুই
দেবল ভদ্র: তানিম/ রিফাত / মুশফিক/ সাব্বির
বলাই শর্মা: মৃদুল/ রাজিব/ সমিত
অরুণ: অভি/নয়ন/ পাপ্পু
নিশু: নাহিদ/তনু /মোহনা / মায়া
প্রহরী -১ ও ২: মৃদুল, অভি,/ টুটুল, অপূর্ব
বলাই শর্মার ভাগ্নে: বিকু
গ্রামবাসী: জুয়েল, বিকু, পাপ্পু, মায়া

কলাকুশলী:
সংগীত ও বাদ্যযন্ত্র: অরুপ,পলাশ,সাবরিনা, মৃদুল,/
রুমি, মায়া, জয়ন্ত, মৌ
পোশাক: পলাশ, জাহিদ, তন্ময়,/ মায়া, তনু
আলোক পরিকল্পনা ও প্রক্ষেপণ: রাজীব, তারেক,/ শুভ
মিলনায়তন ব্যবস্থাপনা: সোহেল, মামুন, তারেক, সাগর,

ফয়েজ, আলমগীর, মাসুদ।